অর্থ কমিশন (Finance Commission)

  • অর্থ কমিশন একটি অর্ধ বিচার বিভাগীয় সাংবিধানিক সংস্থা।
  • ভারতীয় সংবিধানের ২৮০ নং ধারা অনুসারে ১৯৫১ সালে প্রথম অর্থ কমিশন গঠিত হয়।
  • কমিশনের সদস্যদের যোগ্যতা, ক্ষমতা এবং কমিশনের কার্যপদ্ধতি কমিশন আইন ১৯৫১(Commission Act 1951) দ্বারা নিয়ন্ত্রিত হয়।

গঠনঃ

  • অর্থ কমিশন রাষ্ট্রপতি গঠন করেন।
  • প্রতি 5 বছর বা রাষ্ট্রপতির সিদ্ধান্ত অনুযায়ী নির্দিষ্ট সময় অন্তর অর্থ কমিশন গঠিত হয়।
  • রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত একজন সভাপতি ও চারজন সদস্য নিয়ে এই কমিশন গঠিত হয়।

যোগ্যতাঃ

  • পাবলিক অ্যাফেয়ার্স(Public Affairs)-এ দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিকে সভাপতি পদে নিযুক্ত করা হয়।
  • অন্যান্য চার জন সদস্য হবেনঃ--
    • হাইকোর্টের বর্তমান বিচারপতি বা পূর্বতন বিচারপতি বা সমযোগ্যতা সম্পন্ন ব্যক্তি।
    • সরকারী আয় ব্যয় ও অর্থ ব্যবস্থাপনা সম্পর্কিত বিশেষ জ্ঞান প্রাপ্ত ব্যক্তি।
    • আর্থিক বিষয় এবং প্রশাসনের কাজের ক্ষেত্রে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি।
    • অর্থনীতির বিশেষ জ্ঞান সম্পন্ন ব্যক্তি।
  • তারা পুনরায় নিয়োগের জন্য যোগ্য।

কার্যাবলীঃ

  • কর হিসাবে প্রাপ্ত টাকা কিভাবে কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে বিভাজিত হবে সে বিষয়ে নীতি নির্ধারণ করা।
  • 'ভারতের সঞ্চিত তহবিল' থেকে টাকা কিসের ভিত্তিতে রাজ্যগুলির কাছে 'গ্রান্টস-ইন-এইড' রূপে যাবে সেই নীতি নির্ধারণ করা।
  • রাজ্যের পঞ্চায়েত এবং পৌরসভাগুলির প্রয়োজন অনুযায়ী অর্থ প্রদানের জন্য রাজ্যের কনসলিডেটেড তহবিলকে অর্থ প্রদান করা।
  • রাষ্ট্রের প্রয়োজনে কোনও আর্থিক বিষয়ে রাষ্ট্রপতি যদি কোনও পরামর্শ চান তাহলে সেই পরামর্শ প্রদান ।

অর্থ কমিশন কর্তৃক প্রতিবেদনগুলি রাষ্ট্রপতির কাছে জমা দেওয়া হয়। রাষ্ট্রপতি সংসদের উভয় কক্ষে সেই প্রতিবেদন প্রকাশ করেন। অর্থ কমিশনের পরামর্শ গ্রহণে সরকার বাধ্য নয়। ২০১৭ সাল পর্যন্ত ১৫টি অর্থ কমিশন তাদের রিপোর্ট জমা দিয়েছে। এগুলি হল-

অর্থকমিশন প্রতিষ্ঠাকাল কার্যকাল সভাপতি
প্রথম ১৯৫১ ১৯৫২-৫৭ কে.সি. নেওজি
দ্বিতীয় ১৯৫৬ ১৯৫৭-৬২ কে.সন্তানাম
তৃতীয় ১৯৬০ ১৯৬২-৬৬ এ.কে. চন্দা
চতুর্থ ১৯৬৪ ১৯৬৬-৬৯ পি.ভি. রাজনামনার
পঞ্চম ১৯৬৮ ১৯৬৯-৭৪ মহাবীর ত্যাগী
ষষ্ঠ ১৯৭২ ১৯৭৪-৭৯ কে ব্রহ্মানন্দ রেড্ডি
সপ্তম ১৯৭৭ ১৯৭৯-৮৪ জে.এম. শেলাত
অষ্টম ১৯৮৩ ১৯৮৪-৮৯ ওয়াই.বি. চবন
নবম ১৯৮৭ ১৯৮৯-১৯৯৫ এন .কে. পি. সালভে
দশম ১৯৯২ ১৯৯৫-২০০০ কে. সি. পান্থ
একাদশ ১৯৯৮ ২০০০-২০০৫ এ.এম.খুসরো
দ্বাদশ ২০০২ ২০০৫-১০ সি.রাঙ্গারাজন
ত্রয়োদশ ২০০৭ ২০১০-১৫ ডাঃ বিজয় এল.কেলকর
চতুর্দশ ২০১৩ ২০১৫-২০ ডাঃ ওয়াই ভি ভি রেড্ডি
পঞ্চদশ ২০১৭ ২০২০-২৫ এন. কে. সিং